আমরা মানুষ, সবাই ভালোবাসা পেতে পছন্দ করি। আর এই ভালোবাসা পাওয়া ও না পাওয়ার মাঝেই সুখ ও দুঃখ নিহিত আছে। প্রতিটা মানুষের কাছেই অধিক অগ্রাধিকার প্রাপ্ত কেউ না কেউ থাকে। আর সে ই হচ্ছে আপনার বেশি প্রিয় জন।
কি করবেন যখন হঠাত করে শুনলেন আপনার সেই প্রিয় মানুষটি অসুস্থ?
অবশ্যই তাকে অন্য সব কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে। তার অসুস্থতার সময়টা তার পাশে থাকতে হবে। এই সময়ে আপনার প্রিয় মানুষটাও আপনাকে মনে মনে খুঁজে।
সুজোগ থাকলে জব থেকে ছুটি নিন। প্রিয় মানুষটাকে সেবা করুন। তার মনোবল বাড়াতে সাহায্য করুন। মনোবল দৃঢ় রাখতে পারলেই রোগ মুক্তি হয় দ্রুত। আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করুন।
ভালো থাকুক পৃথিবীর সব প্রিয় মানুষ গুলো।