Thursday, May 19, 2022

Contract Agreement

Contract Agreement

This agreement is made and entered into on the by and between on dated 19/05/2022

M/s Al-Faisal United Ent.                                                                                  -------1st Party

P.O. Box: 55, P.C: 613

Sultanate of Oman.

and,

M/s Anwar Al-Khadra Trad. Co.                                                                 ------- 2nd Party

P.O. Box: 461, P.C: 513

Sultanate of Oman

 

Whereas the 2nd Party is agreed to undertake the Structural Works in according to the approved drawing of the Proposed Villa 1 & 2 on Plot No. 3117 – Phase-10, at Al Seeb, Al Mabelah South for the 1st Party.

 

S/N

Scope of Works

Total Area Sq.M.

Unit Rate

Total Amount

R.O.

 

01

Steel Cutting, Bending, Fixing, Shuttering, Deshuttering, Concrete Leveling, & Block Works.

Vills 1 & 2: GF+FF+PH

 

861.85

 

24.000

 

20,684.400

In Words: Rials Omani Twenty Thousand Six Hundred Eighty Four & Bz. 400 Only.

 

Terms & Conditions:

1.      All materials to be supplied by the 1st Party at site.

2.      All the shuttering materials to be supplied by the 2nd party.

3.      Water, Electricity & Accommodation to be provided by the 1st Party.

4.      All the works shall be carried out as per the approved drawings.

5.      If any additional or variation works, charge will be extra.

6.      Payment should be done within 3 (Three) days of completion of every stage.

 

 

             1st Party                                                                                      2nd Party

M/s Al-Faisal United Ent.                                                       M/s Anwar Al-Khadra Trad. Co.                      

Saturday, November 6, 2021

প্রিয়জন অসুস্থ হলে কি করেন?



আমরা মানুষ, সবাই ভালোবাসা পেতে পছন্দ করি। আর এই ভালোবাসা পাওয়া ও না পাওয়ার মাঝেই সুখ ও দুঃখ নিহিত আছে। প্রতিটা মানুষের কাছেই অধিক অগ্রাধিকার প্রাপ্ত কেউ না কেউ থাকে। আর সে ই হচ্ছে আপনার বেশি প্রিয় জন।


কি করবেন যখন হঠাত করে শুনলেন আপনার সেই প্রিয় মানুষটি অসুস্থ?
অবশ্যই তাকে অন্য সব কিছুর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে। তার অসুস্থতার সময়টা তার পাশে থাকতে হবে। এই সময়ে আপনার প্রিয় মানুষটাও আপনাকে মনে মনে খুঁজে।


সুজোগ থাকলে জব থেকে ছুটি নিন। প্রিয় মানুষটাকে সেবা করুন। তার মনোবল বাড়াতে সাহায্য করুন। মনোবল দৃঢ় রাখতে পারলেই রোগ মুক্তি হয় দ্রুত। আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করুন। 
ভালো থাকুক পৃথিবীর সব প্রিয় মানুষ গুলো। 



Thursday, November 5, 2020

কম্পিউটার নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর।।

কম্পিউটার নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো যা চাকুরী পরিক্ষায় খুবই দরকারি।
১। কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র। ২। আধুনিক কম্পিউটারের জনক কে? – জনক চালর্স ব্যাবেস ৩। কম্পিউটারের স্মৃতি কত প্রকার? -কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার ৪। LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display. ৫। PC অর্থ কী? – Personal Computer. ৬। CPU কী? -Central Processing Unit ৭। 1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte. ৮। কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন ৯। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? – Rom ১০। কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা ১১। ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে? – স্টিভ চ্যাল ও জাভেদ করিম ১২। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ১৩। ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল ১৪। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর ১৫। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার ১৬। বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল গেটস ১৭। কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-Output System ১৮। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড ১৯। কম্পিউটার র্যাম কি? -স্মৃতিশক্তি ২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে- -হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ ২১। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- -চীন ২২। IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -Intel 4004 ২৩। কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? -১৯৭৯ সালে ২৪। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার ২৫। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা ২৬। বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকেু হয়? -১৯৯৬ সালের ৪ জুন ২৭। কম্পিউটারের এই ‘#’চিহ্ন কে কি বলে? -হ্যাস চিহ্ন ২৮। ওয়েব অর্থ কি?- – জাল ২৯। মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার ৩০। অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? –ইন্টারনেট ৩১। কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা ৩২। মাউস ক্লিক বলতে কি বুঝায়? – মাউসের বাম বোতামে চাপা ৩৩। কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – Compute ৩৪। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের ৩৫। পাওয়ার-পয়েন্ট ফাইলকে বলা হয়- -প্রেজেনটেশন ৩৬। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয়। – পেনড্রাইভ ৩৭। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয় ৩৮। তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ ৩৯। অপারেটিং সিষ্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি ৪০। Find কমান্ড থাকে কোন মেনুতে? -Edit ৪১। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়লগ বক্সে ৪২। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফ্টওয়্যার- – প্রাণ ৪৩। কম্পিউটারের বুদ্ধি মা্নুষের চেয়ে–কম ৪৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়। -বোতামে ৪৫। কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০ প্রবর্তন করেন? -১৯৭১ সালে ৪৬। কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? -বাইট ৪৭। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা ৪৮। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? – মাল্টিমিডিয়া ৪৯। কম্পিউটারের কাজের গতি কি দ্বিরা প্রকাশ করে? -ন্যানো সেকেন্ড ৫০। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? – গণিতবিদ ৫১। চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা ৫২। মাইক্রো শব্দের অর্থ কি? -ক্ষুদ্রাকার ৫৩। নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? -কীবোর্ডের ডান দিকে। ৫৪। সফ্টওয়্যারের অমত্মর্ভূক্ত নয় কোনটি? -মনিটর ৫৫। ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়ামত্ম নির্দেশ হল- -Copy ৫৬। একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? -ডেটাবেজ ৫৭। পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- -প্রেজেন্টেশন ৫৮। কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল ৫৯। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার ৬০। কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরী? -ইন্টেল ৬১। BOL কি?- Bangladesh Online Limited. ৬২। অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি ৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে ৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে ৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা ৬৬। উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- -১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর ৬৭। জন্ম তারিখ হলো একটি- ফিল্ড ৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ বক্সে ৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার- -প্রাণ ৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম ৭১। Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit ৭২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী? -সমস্যার সমেত্মাষজনক সমাধান ৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -ড. স্টিবিজ ৭৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ দিতে হয়?-বোতামে ৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম ৭৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে? -এন্টিভাইরাস ৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বোর্ড ৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?-মডেম ৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট ৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?- স্প্রেডশিট ৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? সফটওয়্যার ৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড ৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার ৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? – তথ্য বা ডাটা ৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী ৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? -নিজস্ব ভাষা ৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার ৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো- -সুপার কম্পিউটার ৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের

Tuesday, September 24, 2019

মাত্র ৩৪.৫ পয়সা দিয়ে প্রতি মিনিট কথা বলুন দেশের যে কোন নাম্বারে।।।।

কি সতিই অবাক হচ্ছেন নাকি যে কিভাবে আবার মাত্র ৩৪.৫ পয়সা দিয়ে কল করা যায়। হুম আসলেই সত্য। আসুন আপনাদের আজ আমি পরিচয় করিয়ে দিব সেই অ্যাপটির সাথে যার মাধ্যমে আপনারা দেশের সকল নাম্বার ও লেন্ড ফোনেও কল করতে পারবেন খুবি কম রেটে। যেখানে দেশের সব অপারেটর রা সর্বনিন্ম ৫৮ পয়সা করে কেটে নিচ্ছে প্রতি মিনিটে সেখানে আপনি এই সুযোগটি হারাবেন কেন? তাহলে আর দেরি না করে দেখে নিন আমার সম্পুর্ন ভিডিওটি আর উপভোগ করতে থাকুন মাত্র ৩৪.৫পয়সা কল রেট।

ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেননা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেননা। আরও এমন ভিডিওর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।